সখিপুর কেবিএ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

প্রকাশ: ২০১৬-০২-০১ ২১:৫৭:৩৪


K B Aপ্রতিবছরের ন্যায় এবছরও সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখিপুরের ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর ৩১ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু কালে উক্ত বার্ষিক শিক্ষা সফরের শুভ উদ্বোধন করে ব্যক্তিগত কাজ থাকায় সাতক্ষীরা পর্যন্ত সফরসঙ্গী হন কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। ব্যবহারিক ও বাস্তবসম্মত জ্ঞান লাভের আশায় কলেজের সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন এর সার্বিক তত্ত্বাবধানে একটি বাসযোগে অনুষ্ঠিত শিক্ষা সফরে আরো উপস্থিত ছিলেন কলেজের হিসাবরক্ষক বৈদ্যনাথ সরদার, অফিস সহকারী মো. আব্দুল আলিম, ব্যবসায় শিক্ষা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীসহ ৬০ জন ব্যক্তি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, উক্ত বিভাগ থেকে ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ১০টা ব্যাপী আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক শিক্ষা সফরের মধ্যে ছিল- বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) এঁর মাজার জিয়ারত, দীঘিসহ অন্যান্য স্থান অবলোকন, ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট মিউজিয়াম পরিদর্শন, মংলা বন্দর হয়ে ট্রলারযোগে সুন্দরবন করমজলের বিভিন্ন জীব-বৈচিত্র অবলোকন, রাতে নান্দনিক আলোকসজ্জার মধ্যে রূপসা খানজাহান আলী সেতুতে নেমে পুরা সেতু হাটতে হাটতে ও ছবি তুলতে তুলতে পারাপার, বাসে ছাত্র-ছাত্রীদের মধ্যে গানের প্রতিযোগিতা, লাকীকূপন উল্লেখযোগ্য।

সানবিডি/ঢাকা/রাআ