নড়াইলে জাপা নেতার বাবা গোলাম রসুল আর নেই
প্রকাশ: ২০১৬-০২-০১ ২২:০৭:৫১
নড়াইল জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক ও নীরব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাদীউজ্জামানের বাবা গোলাম রসুল সিকদার (৬৫) রোববার সন্ধ্যায় নড়াইলের সীমাখালির বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
তিনি ক্যান্সারে ভূগছিলেন। জানাযা শেষে সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জাপার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, নীরব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মানিক ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ শেখ জাকির হোসেন, নীরব সিকদার জয়সহ দলীয় নেতারা।
সানবিডি/ঢাকা/রাআ