আন্তর্জাতিক ক্রিকেট আর হবে না ঢাকাতে!
প্রকাশ: ২০১৬-০২-০২ ০০:০৮:৫২
টি২০ ফরম্যাটে এবারের এশিয়া কাপ ঢাকাতে অনুষ্ঠিত হলেও আগামীতে দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরগুলো ঢাকার বাইরে আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঠিক এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
টানা তৃতীয় বারের মত এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে টুর্নামেন্টের সূচি। এবারই প্রথমবারের মত হবে কোয়ালিফারায়।
যেখানে অংশ নেবে আইসিসির সহযোগী চার দেশ আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। তাই বাড়ছে ম্যাচ সংখ্যাও। কিন্তু খেলা হবে ঢাকা ও ফতুল্লার দুই ভেন্যুতে। যদিও বিসিবির পরিকল্পনা আছে সামনে ঢাকার বাইরে বেশী ম্যাচ আয়োজনের। তথ্যসূত্র : সময় টেলিভিশন