মেট্রোরেলের সার্বিক অগগ্রতি ৭২ শতাংশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৭ ২০:৩০:৫৫
এগিয়ে চলছে বহুল প্রতিক্ষীত মেগা প্রকল্প মেট্রোরেলের কাজ।গত অক্টোবর মাস পর্যন্ত এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭২ শতাংশ। এছাড়া প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি হয়েছে ৮৯ দশমিক ৬১ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও হতে মতিঝিল অংশের অগ্রগতি দাঁড়িয়েছে ৭০ দশমিক ৫৭ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুসরণে মতিঝিল থেকে কমলাপুর অংশে ভূমি অধিগ্রহণ ও ডিটেইল ডিজাইনসহ প্রাথমিক কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম, রেল ক্রস, এবং ডিপোর যন্ত্রপাতির সংগ্রহের কাজে সমন্বিত অগ্রগতি দাঁড়িয়েছে ৬৭ দশমিক শূন্য এক শতাংশ। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘প্রকল্পটি খুব ভালভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত মেয়াদের আগেই এটির নির্মাণ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী বছর ডিসেম্বর মাসে প্রথম অংশ চালু হতে পারে। আমারাও আশাবাদী মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ছাড়াই ঢাকাবাসীর স্বপ্নের এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।’
সানবিডি/এনজে