হিলিতে কেজিতে ৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৮ ১৪:০৭:০৭
ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে পেঁয়াজের দাম বেড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। দুদিনের ব্যবধানে পাইকারি পেঁয়াজের কেজি প্রতি ৩-৪ টাকা বেড়েছে।
এ ব্যাপারে জানা গেছে, গত দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৩০ টাকা বিক্রি হতো। এখন তা বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকা কেজি দরে। নগর জাতের পেয়াজ ৩৪ টাকা থেকে বেড়ে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মূল্য বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের ভোক্তারা।
সানবিডি/এনজে