বৈশ্বিক তেলের বাজারে বাড়ছে অস্থিতিশীলতা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৮ ১৪:১৩:৩১
অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অস্থিতিশীলতা। সরবরাহ সংকটের উদ্বেগ ও ক্রমবর্ধমান চাহিদায় একের পর এক রেকর্ড ভাঙছে জ্বালানি পণ্যটির দাম। ফলে বিপাকে পড়ছে জ্বালানি তেল আমদানিনির্ভর দেশগুলো। হুমকির মুখে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার।
এ বিষয়ে ব্রিটিশ বহুজাতিক জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি বিপি জানায়, অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চলতি বছর মহামারীপূর্ব অবস্থায় ফিরেছে। চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১০ কোটি ব্যারেলে। কিন্তু সে অনুপাতে বাড়েনি সরবরাহ। এ কারণে ধারাবাহিকভাবে দাম বাড়ছে। এদিকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা প্রাক-মহামারী পর্যায়ে পৌঁছানোয় উত্তোলন বৃদ্ধির অনুরোধ জানায় মার্কিন প্রশাসন। কিন্তু যুক্তরাষ্ট্রের এ অনুরোধ রাখতে অস্বীকৃতি জানায় ওপেক প্লাস।
সম্প্রতি এক বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চার লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে একমত হয়েছে জোটের দেশগুলো। এ সিদ্ধান্ত থেকে সরে আসবে না তারা। ওপেক প্লাসের এমন সিদ্ধান্তের পরই দাম বেড়ে যায়। সর্বশেষ কার্যদিবসে আগামী বছরের জানুয়ারিতে সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের চুক্তিমূল্য প্রতি ব্যারেলে ২ ডলার ২০ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮২ ডলার ৭৪ সেন্টে। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) চুক্তিমূল্য ২ ডলার ৪৬ সেন্ট বৃদ্ধি পেয়েছে। প্রতি ব্যারেলে দাম ৮১ ডলার ২৭ সেন্টে উন্নীত হয়েছে।
ওপেক প্লাসের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র যদি মনে করে বিশ্ব অর্থনীতিতে আরো বেশি জ্বালানি শক্তির প্রয়োজন রয়েছে তাহলে তারা নিজেরাই সে পরিমাণ তেল উত্তোলন করার সক্ষমতা রাখে।
সানবিডি/এনজে