বিশ্বব্যাপী ডাটা বিক্রির জন্য ডিএসইর সাথে এসসিএলের চুক্তি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১১-২৩ ১০:০১:০১
বাংলাদেশের পুঁজিবাজার বিশ্বব্যাপী সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসসি)। প্রতিষ্ঠানটি কোম্পানি রিলেটেড তথ্য বিশ্বব্যাপী বিক্রি করার জন্য এসসিএল অ্যাডভাইজরির সাথে চুক্তি করেছে।
সোমবার (৮ নভেম্বর) ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়া ও এসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক সোলোয়া চাকরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এসসিএল ডিএসসি থেকে প্রকাশিত বিভিন্ন ডাটা বিশ্বব্যাপী বিক্রির দায়িত্ব পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিপ্রডি, ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক আমিন ভূইয়া, মহাব্যবস্থাপক জনাব আসাদুর রহমান, উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ