যুক্তরাজ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্পন্সর ইউসিবি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৯ ১৫:৩১:০১


যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ এর স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করা হয় ৪ নভেম্বর। লন্ডনের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং ইউসিবি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

সোমবার (৮ নভেম্বর) ম্যানচেস্টার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়।

এএ