কি আছে গুলতেকিনের প্রথম প্রকাশিত বইটিতে??

আপডেট: ২০১৬-০২-০২ ২০:২৫:৫৪


22_100775স্বামী ছিলেন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় লেখক। কিন্তু লেখকের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনে প্রকাশ ঘটেনি তাঁর লেখক প্রতিভার। স্বামীর মৃত্যুর চার বছর বছর পর বের হলো তাঁর প্রথম বই। একুশে বইমেলার প্রথম দিনেই বাজারে এসেছে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের প্রথম বই ‘আজো, কেউ হাঁটে অবিরাম’।

প্রকাশনা সংস্থা তাম্রলিপি থেকে আসা বইটির প্রকাশনা উৎসব ৫ জানুয়ারি।

গুলতেকিন কবিতার এই বইটি উৎসর্গ করেছেন দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খানকে, লিখেছেন-‘প্রথম পাঠক, পথ প্রদর্শক, আমার দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহীম খানকে’।

প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির দাম ১৩৫ টাকা। ছয়টি বিভাগে সাজানো ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ বইটিতে গুলতেকিনের ৩৫টি কবিতা স্থান পেয়েছে।

প্রসঙ্গত, জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের লেখালেখির জীবনের সিংহভাগ জুড়ে মিশে আছেন গুলতেকিন আহমেদ। দাম্পত্য জীবনের শেষ পর্যায়ে এসে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। হুমায়ূন আহমেদ মেয়ের বয়সী মেহের আফরোজ শাওনকে বিয়ে করার পর গুলতেকিন নিজে থেকেই আইনিভাবে সম্পর্ক ছিন্ন করেন। তবে হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো গুলতেকিন আহমেদের সম্পর্ক রয়েছে আগের মতোই।

সানবিডি/ঢাকা/রাআ