জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০৯ ১২:১৮:০৪


জামালপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল উপজেলায় নারিকেলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদরের ছোনটিয়াএলাকার শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (২৮) ও মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।

জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, ভোরে জামালপুর থেকে ঘাটাইলগামী সিএনজিচালিত অটোরিকশারকে টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। তাদের ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সড়কের ওপর উন্নয়ন কাজের জন্য অপরিকল্পিতভাবে বালি রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সানবিডি/ এন/আই