এবার ভক্তের কাছে নিজেই ছুটে যাবেন মেসি!!

আপডেট: ২০১৬-০২-০২ ২১:১০:৩৬


messi11454387279ফুটবলের বিস্ময়কর জাদুকর লিওনেল মেসিতে বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও সেই মেসির জাদুর ছোঁয়া লেগেছে বহু আগে।

মাত্র পাঁচ বছরের আফগান শিশু মুর্তাজা আহমাদির একটি ছবিতে এবার খোদ মেসিই মুগ্ধ হয়েছেন। এবার সেই ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করার আগ্রহ মেসি  নিজেই প্রকাশ করেছেন।

মুর্তাজা আহমাদির বাড়ি আফগানিস্তানের গজনী প্রদেশের জাঘোরি জেলায়। তার ভাই হুমায়ুন জানান, তাদের বাবার জার্সি কিনে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি নেই। তবে মুর্তাজা ফুটবলের  ব্যাপক ভক্ত। একদিন মুর্তাজা তার কাছে একটি প্লাস্টিক ব্যাগ নিয়ে আসে ও এটি দিয়ে একটি জার্সি তৈরি করে দিতে বলে। হুমায়ুন প্লাস্টিক দিয়ে জার্সি তৈরি করে দেন ও এর গায়ে মেসির নাম লিখে দেন।

বিষয়টি এক ব্যক্তির নজরে পড়লে তিনি মুর্তাজার ওই জার্সি পরিহিত ছবি তোলেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ঘটনাক্রমে সেই ছবি নজরে পড়ে লিওনেল মেসির। ক্ষুদে ভক্তের এই ছবি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন মেসি। মুর্তাজার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে মেসির পক্ষ থেকে আফগান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আফগান ফুটবল ফেডারেশনের মুখপাত্র সৈয়দ আলী কাজেমি বলেছেন, ‘ আমাদের সঙ্গে মেসির ম্যানেজমেন্ট টিমের সদস্যরা যোগাযোগ করেছেন। তারা ওই শিশুর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তাদের দেখা করার সময় ও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। তবে মেসির সঙ্গে দেখা করতে স্পেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্তাজার।’

কাজেমি আরো বলেন, ‘ ফুটবলের প্রতি মুর্তাজার আবেগের কারণে আমরা তাকে আফগানিস্তানের ফুটবল টিমের সদস্য করতে প্রয়োজনীয় প্রশিক্ষন দিতে সব কিছুই করব।’

মুর্তাজার বাবা মোহাম্মদ আরিফ আহমাদি বলেন, ‘ সবার কাছ থেকে এমন সমর্থন পাবো আমরা ভাবতেও পারিনি। সারা দুনিয়ার লোকজন মুর্তাজার জন্য একটি ফুটবল ও জার্সি কিনে দেওয়ার জন্য আমাকে বলছে।’

মেসির সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়ে মুর্তাজা খুশিতে উদ্বেলিত জানিয়ে আরিফ বলেন, ‘ মেসির সঙ্গে দেখা করার খবর পাওয়ার পর সে ব্যাপক উত্তেজিত। আমরা জানি না কখন এটা হবে। তবে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে নিজেদের সম্মানিত বোধ করছি।’

আর ক্ষুদে মেসিভক্ত মুর্তাজা বার্তা সংস্থা আল-জাজিরাকে বলেছে, ‘ আমি মেসি ও ফুটবলকে ভালোবাসি। একদিন তার সঙ্গে আমি দেখা করব। আমি তাঁর মতো হতে চাই।’

সানবিডি/ঢাকা/রাআ