হিলিতে একদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৯ ১৪:২৫:৩৭


দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি কমায় একদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম।পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজির দাম ২ টাকা বেড়েছে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৩৩-৩৪ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে দাম বেড়ে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা কেজি দরে। নগর জাতের পেঁয়াজ ৩৬ টাকায় বিক্রি হলেও তা বেড়ে এখন ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে আবারো দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, মূলত বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। তবে দু-একদিনের মধ্যে আবারো আমদানি বাড়বে, কমে আসবে দাম।

তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজার কারণে ভারতের মোকামগুলোতে পেঁয়াজ লোডিং চারদিন বন্ধ ছিল। ফলে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে আমদানি আগের তুলনায় কমেছে। দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমায় দামে প্রভাব পড়েছে।

সানবিডি/এনজে