টাঙ্গাইলে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০৯ ১৬:৪৭:৫০


টাঙ্গাইলের দেলদুয়ারে পাটের গুদামে লুকিয়ে রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ করেছে র‌্যাব-১২। এ সময় চাল পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার ছিলিমপুর বাজারে অবস্থিত একটি পাটের গুদাম থেকে এ চাল জব্দ করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৬০) ও চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সোহেল (২৮)।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেনান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারে অবস্থিত সেকান্দর নামে এক পাট ব্যবসায়ীর গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা ও মিনি ট্রাক থেকে রিও ৫০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সানবিডি/ এন/আই