ছাঁটাই হওয়া ব্যাংক কর্মীদের পুনর্বহালের নির্দেশনা মানা হচ্ছে না
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৯ ১৯:১৬:৫২
মহামারি করোনার প্রকোপের সময় খরচ কমানোর নামে অমানবিকভাবে কর্মী ছাঁটাইয়ে অভিযোগ উঠেছে বেশ কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে। অনেককে আবার পদত্যাগে বাধ্য করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের কর্মীদের ছাঁটাই বন্ধ এবং কোভিডের সময় চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করা কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এখন পর্যন্ত সেই নির্দেশনা পরিপালন করতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে।
যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, যেসব ব্যাংক নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, শত শত ব্যাংকার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দফতরে চাকরি ফিরে পাওয়ার আশা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোনো ফল হচ্ছে না। তাদের প্রশ্ন, তাহলে কেন কেন্দ্রীয় ব্যাংক চাকরিতে পুনর্বহালের ওই নির্দেশনা দিল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক যখন কোনো নির্দেশনা দেয় তা বুঝে-শুনে এবং বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেই দেয়। মহামারির সময় চাকরিচ্যুত বা স্বেচ্ছায় পদত্যাগ করা কর্মীদের পুনর্বহালের বিষয়ে যে সার্কুলার দেওয়া হয়েছে তা বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই দেওয়া হয়েছে। এখন যদি কোনো ব্যাংক এ নির্দেশনা না মানে তাহলে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সানবিডি/এনজে