তেলের চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে সৌদির অর্থনীতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৯ ২০:৪১:৫৭


বিশ্ববাজারে  জ্বালানি তেলের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সৌদির আরবের আয় বেড়েছে পাল্লা দিয়ে। আর তাতেই চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বের বৃহ্ত্তম তেল রফতানিকারক দেশটির অর্থনীতি ফুলেফেঁপে উঠেছে রেকর্ড পরিমাণে। সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষের (জিএএসটিএটি) তথ্যমতে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ হারে। অথচ এক বছর আগে একই সময়ে তাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল মাইনাস ৪ দশমিক ৫ শতাংশ।

জিএএসটিএটি’র হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে সৌদির তেল কার্যক্রম বেড়েছে পুরো নয় শতাংশ, যেখানে আগের প্রান্তিকেও এর হার কমেছিল সাত শতাংশের মতো। শুধু তাই নয়, ২০১৯ সালের প্রথম প্রান্তিকের পর এই প্রথমবার সৌদির বার্ষিক তেল কার্যক্রম বাড়তে দেখা গেলো।

সংস্থাটির মতে, বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদাবৃদ্ধিই সৌদির অর্থনীতি ফুলেফেঁপে উঠতে সাহায্য করেছে।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের তেল-বহির্ভূত কার্যক্রম ১১ দশমিক ১ শতাংশ বাড়লেও তৃতীয় প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশে।

জিএএসটিএটি গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত পূর্বাভাসে তৃতীয় প্রান্তিকে তেল-বহির্ভূত প্রবৃদ্ধি ৮ দশমিক ৪ শতাংশ হওয়ার আশা প্রকাশ করেছিল। তবে বাস্তবে তা কমেছে আরও বেশি।

লন্ডনভিত্তিক সংস্থা ক্যাপিটাল ইকোনমিকস জানিয়েছে, এ বছরের চতুর্থ প্রান্তিক ছাড়িয়ে আগামী বছরও সৌদির তেল উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আর তার জেরে ২০২২ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ।

সূত্র: আরব নিউজ

সানবিডি/এনজে