নতুন কমিটিতে ত্যাগীরা সম্মান পাবে: শেখ হাসিনা

আপডেট: ২০১৬-০২-০৩ ১১:৪৩:৪৯


sheikh_hasinaশিগগিরই ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে এক-এগারোর প্রেক্ষাপটে এবং সিটি নির্বাচনে যারা দলের পক্ষে কাজ করেছেন এবং দুর্যোগ মোকাবেলা করেছেন, তাদের সম্মান দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ স্মরণে নগর আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় এ কথা জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ঢাকা মহানগর আওয়ামী লীগের জন্য আমরা দুটি কমিটির খসড়া করেছিলাম। এটা নিয়ে আমরা এক দিন বসেছিলাম। সেখানে আমরা তাকে (এম এ আজিজ) সভাপতি করেছিলাম। এটা নিয়ে আরেক দিন বসার কথা ছিল। কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম, আর বসা হয়ে ওঠেনি। এর মধ্যে তিনি মারা গেলেন। আমরা এই কমিটি দেব।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এক-এগারোর প্রেক্ষাপটে এবং সিটি নির্বাচনে যারা দলের পক্ষে কাজ করেছেন এবং দুর্যোগ মোকাবেলা করেছেন, কমিটিতে তাদের সম্মান দিতে হবে। প্রায় সাড়ে চারশ’ নেতাকর্মীর নাম আমার কাছে এসেছে। এই নামের তালিকা নিয়ে আমি এক দিন বসেছি।’

স্মরণ সভায় প্রয়াত নুরুল ইসলাম ও এমএ আজিজের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ত্যাগী ও অঙ্গীকারবদ্ধ নেতা তৈরি করেছে। তাই দেশের সবচেয়ে পুরাতন এই রাজনৈতিক দলের ওপর বারবার হামলা সত্ত্বেও কেউ এ দলের ক্ষতি করতে পারেনি।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও ভোটের  অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা এবং গণতন্ত্র ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার জন্য দলের এসব ত্যাগী নেতার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

নূরুল ইসলামের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, তিনি বসে বসে নিজের হাতে পোস্টার লিখেছেন, প্রচারণা চালিয়েছেন। ছয় দফার বেশিরভাগ পোস্টারই লিখেছিলেন তিনি।

এমএ আজিরে স্মরণে তিনি বলেন, দেশের প্রতিটি সংগ্রামে এমএ আজিজ পরিবারের অবদান রয়েছে। আর তিনি কাজ করেছেন নীরবে। কখনও হামবরা ভাব দেখাতেন না। তিনি পার্টিকে শুধু দিয়ে গেছেন, বিনিময়ে কিছুই চাননি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবদুল হক সবুজের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রয়াত দুই নেতার স্মরণে শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যুগ্ম-সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।