চাহিদা কমায় দাম কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১০ ১৪:০১:৩৯
ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের।মঙ্গলবার সর্বশেষ কার্যদিবসে দরপতনের এ ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম কমে যাওয়া এবং চাহিদায় ভাটা পড়ার আশঙ্কায় পাম অয়েলের দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের জন্য চুক্তি করা প্রতি টন পাম অয়েলের দাম ২ দশমিক ৫৭ শতাংশ বা ১২৬ রিঙ্গিত কমেছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯ রিঙ্গিত বা ১ হাজার ১৪৬ ডলার ৯৫ সেন্টে।
এ বিষয়ে কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, বুরসা মালয়েশিয়ায় পাম অয়েলের দাম দ্রুত কমলেও স্পট মার্কেটে দাম এখনো ঊর্ধ্বমুখীই রয়েছে। একদিনের ব্যবধানে পাম অয়েল ও সয়াবিনের দাম কমে যাওয়ায় শীর্ষ ক্রেতা দেশ ভারতে আমদানি চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি দরপতনে বড় ভূমিকা রেখেছে।
সানবিডি/এনজে