কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৪

প্রকাশ: ২০১৬-০২-০৩ ১১:৪০:২০


Trackজেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৩৩), রেজাউল (৪৪), জফিরুল (৩৫) ও দিলীপ চন্দ্র (৪৬)। তারা জেলার নবাবগঞ্জ উপজেলার শকুনখোলার হরিলাপুর এলাকার বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে উপজেলার পলাশপুর থেকে কাঠ নিয়ে দিনাজপুর শহরে যাওয়ার পথে বড় পুকুরিয়া কয়লাখনির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হন আরো তিনজন।

আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ দুর্ঘটনায় ট্রাকের লোকজন ছাড়াও কয়লাখনির শ্রমিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাদে পড়ে যাওয়া ট্রাকটিকে তোলার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সানবিডি/ঢাকা/এসএস