৫০ বছরের অপেক্ষো শেষে পায়রা-মোংলায় ফেরি উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১০ ১৯:৩২:৫৬


পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া এবং বাগের হাটের শরণখোলা  (রায়েন্দা) ফেরি উদ্বোধন করলেন দুই এমপি। পায়রা-মোংলা সমুদ্রবন্দরের দূরত্ব কমল প্রায় ৯০ কিলোমিটার। তবে বড়মাছুয়া অংশের অবকাঠামো এখনো অসম্পন্ন রয়েছে।

আজ বুধবার সকালে রায়েন্দা ফেরিঘাটে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেশ্বর নদীতে চলাচলের এ ফেরি যৌথভাবে উদ্বোধন করেন। এতে দুইপাড়ের মানুষের দীর্ঘ ৫০ বছর পর স্বপ্ন বাস্তবায়ন হলো।

এ সময় উপস্থিত ছিলেন- মঠবাড়িযা উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, মঠবাড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতসহ দুই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সানবিডি/এনজে