বঙ্গবন্ধু সেতুতে চার ট্রাকে সংঘর্ষ, যান চলাচল ব্যাহত

প্রকাশ: ২০১৬-০২-০৩ ১৩:১৩:৩৮


bangabondhu_bridgeঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ফের একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে চারটি ট্রাক। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে আটটার দিকে সেতুর ১৮ নম্বর খুঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী লেইনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান।

তিনি বলেন, ‘ঘন কুয়াশার মধ্যে সেতুতে পরপর থাকা উত্তরবঙ্গগামী চারটি মালবোঝাই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এতে কয়েকজন চালক ও সহকারী আহত হন এবং সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।’ পরে সেতুর ওপর থেকে রেকার দিয়ে ট্রাক সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান ওসি।

এর আগে গত ৯ জানুয়ারি রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতুতে নজিরবিহীনভাবে একই সঙ্গে ১৪টি দুর্ঘটনা ঘটে। এতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত ও পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪৫ জন আহত হন। সে সময়ে পরপর কয়েকদিন বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার পর কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দেয় সরকার।