চট্টগ্রাম ক্লাবকে পূবালী ব্যাংকের অনুদান প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১১ ১৬:৫৯:২৭


কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডকে ১০(দশ) লক্ষ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু) এর নিকট ১০(দশ) লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় পূবালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপমহাব্যবস্থাপক খান মোঃ জাবেদ জাফর ও চট্টগ্রাম ক্লাব লিমিটেড কমিটির সদস্যবৃন্দ ও ক্লাবসচিব মোঃ আশরাফউদ্দীন এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

এএ