যশোর আইটি পার্কে ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১১ ২১:০০:৪৪


জলাধার ও বিশাল সবুজ মাঠের সমন্বয়ে গড়ে ওঠা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ২০ হাজার কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা। দেশের প্রথম এই ডিজিটাল জেলা শহরে বিনিয়োগ করলেই থাকছে নানা সুবিধা। যশোর আইটি পার্ক নামে পরিচিত এ পার্কে শুধু রোবটের মতো কাজ কিংবা ব্যবসা নয়, বরং সেখানে গেলেই দেখা মিলবে পার্কের মূল ভবনের পাশে পাঁচ একরের বিশাল জলাধার।

এখানকার জলাধারের স্বচ্ছ পানিতে রয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির মাছ, যা দেখে কাজের চাপ থেকে মিলবে প্রশান্তি। এছাড়া মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে সবুজ বেষ্টনী। যেখানে কর্মীদের হাঁটার জন্য রয়েছে পথ। তবে সেখানেও দক্ষ জনবলের অভাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ১০ ডিসেম্বর পার্কটি উদ্বোধন করা হয়। বর্তমানে সেখানে ভাড়া দেওয়া স্পেসের পরিমাণ ১ লাখ ৩৫ হাজার ২৮৫ বর্গফুট। প্রায় দেড় থেকে দুই হাজার জনবল কাজ করছে। পার্কে বিনিয়োগকারীরা ১০ বছরের ট্যাক্স হলিডে সুবিধা পাচ্ছেন। এছাড়া ক্যাপিটাল মেশিনারি কাঁচামাল কেনার ক্ষেত্রে ট্যাক্সমুক্ত আমদানির সুযোগ পান। অভিজ্ঞ পেশাজীবীদের জন্য তিন বছরের আয়কর অব্যাহতি রয়েছে।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। শহরের বেজপাড়া এলাকায় ২৮৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের অবকাঠামো নির্মাণ করা হয়। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কল সেন্টার ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট—এই চারটি ক্ষেত্রে দেশ-বিদেশের আইটি (তথ্যপ্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়া দেশের সবগুলো পার্কের নির্মাণকাজ শেষ হলে আইটি শিল্পের জন্য ২৮ লাখ ৭২ হাজার বর্গফুট স্পেস গড়ে উঠবে। এতে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

সানবিডি/এনজে