২৪ ঘণ্টায় ১২৫ হাউছি যোদ্ধাকে হত্যা : সৌদি জোট
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১২ ২০:৪০:১০
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে তারা ২৪ ঘণ্টায় ১২৫ হাউছি যোদ্ধাকে হত্যা করেছে। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এমন দাবি করে বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে দেশটির কর্মকর্তারা এসপিএ নিউজকে বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব ও আল-বায়দা (মধ্য ইয়েমেন) প্রদেশে হাউছি যোদ্ধাদের সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছি। এ সামরিক অভিযানে ১৪টি সামরিক যানবাহন ও ১২৫ হাউছি যোদ্ধা নিহত হয়েছে।
এদিকে হাউছি যোদ্ধাদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি একটি অপ্রকাশিত সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের জঙ্গি বিমানগুলো মারিব প্রদেশের আল-জুবাহ ও সারওয়াহ জেলায় ১৬ বার বিমান হামলা করেছে।
কিন্তু, তাদের এ বিবৃতিতে কোনো প্রাণহানি বা বস্তুগত ক্ষতির কথা বলা হয়নি।
সূত্র : ইয়েনি শাফাক
এএ