সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফার্মা এইডস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৩ ১১:২১:৩৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্মা এইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৭ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের দর কমেছে ১৫ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৪ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের দর কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৫ লাখ ৬ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকের ১২.৪০ শতাংশ, ডরিন পাওয়ারের ১০.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৯.৮৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬২ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৩৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৮.৭৩ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৮.৪৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস