সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৩ ১৩:০৬:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭০৮ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৯০০ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৭ কোটি ৮২ লাখ ৩৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৬ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৩৩৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  জেনেক্স ইনফোসিসের ২১৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৯৮ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৭৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩৫ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১২৭ কোটি ১৮ লাখ ৪২ হাজার টাকার ও  ডেল্টা লাইফের ১২১ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস