নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন ভারতের ধর্মগুরু!!

প্রকাশ: ২০১৬-০২-০৩ ১৯:০৯:০১


sri-sri-ravi-shankarবছর দুই পর ফের নোবেল শান্তি পুরস্কার আসতে চলছে ভারতে। এমনই গুঞ্জন ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন মিডিয়া মহলে। ২০১৪ সালে পাকিস্তানের মালালার সঙ্গে যুগ্মভাবে নোবেল পেয়েছিলেন ভারতে কৈলাশ সত্যার্থী। এরপর ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের নামের তালিকায় ভারতের ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্করের নাম রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে সর্বভারতীয় ইংরাজি দৈনিক হিন্দুস্তান টাইমসে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ব্লগে চলতি মাসের পয়লা তারিখে লেখা হয়েছে এই বছর নোবেল শান্তি পুরস্কার মনোনীতদের নামের তালিকা নোবেল কমিটি প্রকাশ করেনি। কিন্তু, প্রাক্তন মার্কিন গুপ্তচর এডওয়ার্ড স্নোডেন এবং কলম্বিয়ার শান্তি আলোচক এই বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার তালিকায় মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন নোবেল কমিটির পর্যালোচকেরা।

অশান্ত কলম্বিয়াতে শান্তি ফেরাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ভারতীয় ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁর সংস্থা ‘দ্যা আর্ট অব লিভিং ফাউন্ডেশন’ ২০১২ সাল থেকে কলম্বিয়ায় স্বাভাবিক অবস্থা ফেরানোর জন্য বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে চলেছে। এই কারণে গত বছর জুলাই মাসে কলম্বিয়ার সরকার তাঁকে ওই দেশের শ্রেষ্ঠ অসামরিক সম্মান “অরদেন দে লা ডেমোক্রাশিয়া সিমন বলিভার” দিয়ে ভূষিত করেছিল। ২০১৫ সালে কিউবা সফরকালে কলম্বিয়ার সশস্ত্র বিপ্লবী বাহিনীর নেতাদের সঙ্গে বৈঠক করেন রবিশঙ্কর। বিপ্লবীদের সমাজের সার্বিক উন্নয়নের জন্য হিংসাত্মক আন্দোলন থেকে সড়ে আসার পরামর্শ দিয়েছিলেন এই ভারতীয় ধর্মগুরু। তাঁর অনুপ্রেরণাতেই অস্ত্র ছেড়ে গান্ধীবাদের আশ্রয় নেয় কলম্বিয়ার সশস্ত্র বিপ্লবী বাহিনী। রবিশঙ্করের সংস্থা ‘দ্যা আর্ট অব লিভিং ফাউন্ডেশন’ বিশ্বের সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংস্থা। বিশ্বের দেড়শটিরও বেশি দেশে এদের শাখা আছে। এই সংস্থা বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে নিজেদের নিয়োজিত করে থাকেন।

চলতি মাসের প্রথম দিনেই মনোনীত নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন দিক পর্যালোচনার পর অক্টোবর মাসে চূড়ান্ত করা হবে পুরস্কার প্রাপকদের নামের তালিকা। এর আগে ভারত থেকে তিন জন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

সানবিডি/ঢাকা/রাআ