জ্বালানি তেলের বৈশ্বিক ব্যবহার কমার পূর্বাভাস ওপেকের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৩ ১৪:১২:২৬


চলতি বছরের শেষ প্রান্তিকের জন্য ‍অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার পরিমাণ কমিয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। বৃহস্পতিবার উচ্চমূল্যের কারণে চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী তেলের ব্যবহার কমে আসার এ পূর্বাভাস দেয় জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর প্লাটফর্ম। জ্বালানি তেলের উচ্চমূল্য বিশ্বব্যাপী কভিড-১৯-উত্তর অর্থনীতি পুনরুদ্ধারের পথকে সংকীর্ণ করে তুলছে। ফলে আগামী বছর তেলের ব্যবহার প্রাক-মহামারী স্তরে ফিরে আসার সময় বিলম্বিত হবে বলে মনে করছে ওপেক। খবর রয়টার্স।

ওপেকের মাসিক প্রতিবেদনে এমন চিত্র দেখা যায়। আগামী বছরের জন্য মার্কিন শেল অয়েল উত্তোলনকারীদের কাছ থেকে সরবরাহ বৃদ্ধির পূর্বাভাসও দেয় ওপেক। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে ভারসাম্য আনার লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপ হিসেবে এমন ঘোষণা দেয় ওপেক ও তার সহযোগী দেশগুলো।

এ বিষয়ে ওপেক জানায়, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদার পরিমাণ দাঁড়াবে প্রতিদিন গড়ে ৯ কোটি ৯৫ লাখ ব্যারেল। গত মাসে ওপেকের পূর্বাভাস অনুযায়ী চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দৈনিক চাহিদার তুলনায় এটি ৩ লাখ ৩০ হাজার ব্যারেল কম। একই সময়ে চলতি বছরের জন্য জ্বালানি তেলের দৈনিক চাহিদার পূর্বাভাস ১ লাখ ৬০ হাজার কমিয়ে এনেছে সংস্থাটি। ওপেকের সংশোধিত পূর্বাভাস অনুযায়ী চলতি বছর চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দৈনিক ১ লাখ ৬০ হাজার ব্যারেল কমে এসেছে। সংশোধিত পূর্বাভাস অনুযায়ী জ্বালানি তেলের দৈনিক চাহিদা বৃদ্ধির পরিমাণ ৫৬ লাখ ৫০ হাজার ব্যারেল নির্ধারণ করেছে ওপেক।

সানবিডি/এনজে