পাকিস্তানকে অভয় দিল তালেবানরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৩ ১৭:৪৫:১৭
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বাহিনীর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানকে অভয় দিলেন। শুক্রবার তিনি পাকিস্তানকে নিশ্চয়তা দিয়ে বলেছেন, তার দেশে পাকিস্তান বিরোধী কোনো গোষ্ঠী নেই। তিনি আরো নিশ্চয়তা দিয়ে বলেন, যেকোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান নেতৃত্বাধীন সরকার। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, তিন দিনের সফরে ২০ সদস্যের প্রতিনিধি নিয়ে পাকিস্তান এসেছেন মুত্তাকি।
এ বিষয়ে শুক্রবার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। আফগানিস্তানের এই কর্মকর্তা আরো নিশ্চিত করেন যে, নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এবং পাকিস্তান সরকারের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করে যাচ্ছে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার। তবে সমঝোতায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানানো থেকে বিরত থাকেন তিনি। উল্লেখ্য, তালেবানদের সবচেয়ে সহিংস গ্রুপগুলোর মধ্যে হাক্কানি নেটওয়ার্ক বৃহৎ।
এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ঘোষণা দেন, টিটিপি ও সরকারের মধ্যে পুরোপুরি একটি অস্ত্রবিরতি সম্পাদিত হয়েছে। তিনি আরো নিশ্চিত করেন যে, পাকিস্তানে সমঝোতা প্রক্রিয়ায় জড়িত রয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার।
সানবিডি/এনজে