যুবলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-১৪ ১৫:২৫:২৩


রাজশাহীতে যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আজ রোববার দুপুরে জনাকীর্ণ এক আদালতে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় প্রাথমিকভাবে অভিযুক্ত ৩৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় একজনের ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ৬ মাসের ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে গোদাগাড়ী থানা পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। মামলায় ৩২ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

এই মামলা সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনের দিন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিএনপি-জামায়াত কর্মীরা দেউপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতা চালায়। তাদের হামলায় দেউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন নিহত হন।

এ ঘটনায় ২ জানুয়ারি নিহতের স্ত্রী বিজলা বেওয়া বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

সানবিডি/এনজে