দর বৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৪ ১৬:০২:১৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৯ বারে ৪৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জেমিনি সী ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০ বারে ২ লাখ ৪৬ হাজার ৫৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন সনের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৩৫ বারে ৬০ লাখ ৮৮ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ফুডসের ৬.২১ শতাংশ, লাভেলোর ৫.৬৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৫.৫৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.৩৬ শতাংশ, জিকিউ বলপেনের ৫.২৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫.১৮ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫.০৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস