রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ফুলেল সংবর্ধনা

প্রকাশ: ২০১৬-০২-০৩ ২১:১৪:৩৯


RU BSL pic by Date-03.02.2016রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে সংবর্ধনা দিয়েছে মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা ৭টায় হলের টিভি কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাশেদুল ইসলাম রাঞ্জু কেন্দ্রীয় কমিটি থেকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়।

হলের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার, সদস্য সাকিবুল হাসান বাকি, মাদার বখ্শ হলের সভাপতি মানিক শিকদারসহ রাবি ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।

রাবি ছাত্রলীগকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ছাত্রলীগ একটি আদর্শের নাম। তা হলো স্বার্থহীন মুজিবীয় আদর্শ। তাই আগে নিজেকে গড়ে সাধারণ ছাত্রদের স্বার্থে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘হলের ডাইনিং-ক্যান্টিন ও আশপাশের দোকানগুলোতে ছাত্রলীগ পরিচয়ে কেউ বাকি খেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খাবারের মান ভালো করার জন্য আমরা কথা বলবো। অন্য হলের কেউ এ হলে থাকতে পারবে না।’

এসময় মাদার বখ্শ হলকে সর্বপ্রথম ডিজিটাল করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সভাপতি-সাধারন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সানবিডি/ঢাকা/রাআ