ভারত মহাসাগরে কারো একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৪ ১৬:৫৮:৩৬


ভারত মহসাগরীয় অঞ্চলে বিশ্বের কোন দেশের একক আধিপত্য দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমরা উন্মুক্ত, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চল চাই। এটাই আমাদের নীতি। ভারত মহাসাগর অঞ্চলে কোনো দেশ বা গোষ্ঠীর একক আধিপত্য দেখতে চাই না।

আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট আইওআরএ-এর তিনদিনব্যাপী ওই সম্মেলন আগামীকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হবে।

এ সময় সীমন্ত হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি- সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত-বাংলাদেশের দুদেশের সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকার রয়েছে। কিন্তু তারপরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য এটা লজ্জার।

এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে