ভ্যালেটাইনস ডে-তে বাড়বে উষ্ণতা!!
প্রকাশ: ২০১৬-০২-০৩ ২১:২৫:৫৭
প্রেমের জন্য একটু উষ্ণতা চাই? তাহলে এবারের ভ্যালেনটাইনস ডে-তে আপনার মনের ইচ্ছাপূরণ হতেই পারে। ফেব্রুয়ারির শুরুতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এবারের মতো শীতের ফেরার সম্ভাবনা নেই। বুধবারও সকাল থেকে আকাশের মুখ ভার।
আগামী সপ্তাহজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকবে। সবোর্চ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ আর ১৮ ডিগ্রির আশপাশে থাকবে। আবহাওয়ার মতিগতি এরকম থাকলে ১৪ ফেব্রুয়ারি আসতে আসতে সোয়েটার, মাফলারের প্রয়োজন থাকবে না বললেই চলে। ফলে হাল্কা-স্লিভলেস পোশাক পড়ে ভি-ডে জমিয়ে প্রেম করতেই পারেন। সমস্যা একটাই, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর খারাপও বাড়ছে।
ছোট বা বয়স্করা তো বটেই, সব বয়সের মানুষেরই হাল্কা জ্বর-ঠান্ডা লাগছে। ফলে একটু সতর্ক থাকাই ভাল। না হলে ঠান্ডা লেগে ভ্যালেটাইনস ডে-টাই মাটি হতে পারে।
সানবিডি/ঢাকা/রাআ