স্বর্ণ উত্তোলন বাড়ছে বিশ্বের শীর্ষ ১০ কোম্পানির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৫ ১৪:১৮:০৯


মহামারি করোনার প্রকোপে খনিগুলোতে শ্রমিক সংকটসহ নানা প্রতিবন্ধকতার কারণে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বব্যাপী স্বর্ণ উত্তোলনের গতি শ্লথ হয়ে পড়ে। তবে বছরের দ্বিতীয়ার্ধে বহুমুখী জটিলতা কাটিয়ে উঠছে শীর্ষ উত্তোলন কোম্পানিগুলো। পরিস্থিতি অনুকূলে থাকলে বছর শেষে শীর্ষ ১০ কোম্পানির উত্তোলন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডেটার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই কোম্পানিগুলো হলে নিউমন্ট  , ব্যারিক, পলিয়াস, অ্যাংলোগোল্ড এশান্তি, কিনরোস, গোল্ড ফিল্ডস, নিউক্রেস্ট, অ্যাগনিকো ঈগল, কিরকল্যান্ড লেক গোল্ড ও পরিমেটাল ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে গ্লোবাল ডেটার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বিশ্বের শীর্ষ ১০ স্বর্ণ উত্তোলন কোম্পানির স্বর্ণ উত্তোলন প্রথমার্ধের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। এ সময় উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৪৯ লাখ আউন্সে। বছরের প্রথমার্ধে কোম্পানিগুলো ১ কোটি ৩১ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করেছিল।

সানবিডি/এনজে