বিমান,স্যাটেলাইট, রাডার বিক্রিতে আগ্রহ ফ্রান্সের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৫ ১৬:১৩:৪৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরে বিমান,স্যাটেলাইট, রাডার বিক্রিতে আগ্রহ দেখিয়েছে ফ্রান্স।অন্যদিকে যুক্তরাজ্যের আগ্রহ ছিল নৌবাহিনীর জাহাজ বিক্রিতে।

প্রায় দুই সপ্তাহ যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রবিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেছেন, ফ্রান্সের সঙ্গে ‘লেটার অব ইনটেন্ট’-এ (আগ্রহপত্র) সই করেছে বাংলাদেশ, তবে কেনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো চুক্তি করেনি। বিক্রির আগ্রহের প্রস্তাবগুলো বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলে জানিয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য নৌবাহিনীর জন্য জাহাজ দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী সেগুলোর কিছু যুক্তরাজ্যে নির্মাণ করা হবে, বাকিগুলো বাংলাদেশে। এ ছাড়া যুক্তরাজ্য বাংলাদেশে ডকইয়ার্ডের উন্নয়ন করবে।

মন্ত্রী বলেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ কোনো চুক্তি করেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, আমরা এগুলো দেখব।’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের জনগণের অর্থনৈতিক উন্নয়ন, জীবনের মানোন্নয়নকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি।’

ফ্রান্স সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্রান্সের বড় কয়েকটি কম্পানির প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে স্যাটেলাইট আগে নিয়েছিলাম। তাঁরা আরেকটি স্যাটেলাইট দিতে চায়। তাঁরা তাঁদের আগ্রহ দেখিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘তাঁরা অনেকেই বিমানবন্দরের জন্য রাডার সিস্টেম দিতে চান। আমরা তাঁদের একটা (ক্রয়াদেশ) দিয়েছিও। তাঁরা আরো রাডার বিক্রি করতে চান। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকে আসছে, তারা বিমান বিক্রি করতে চায়। এয়ার বাস বলেছে, আপনারা শুধু বোয়িং নিয়েছেন। এয়ার বাস নেন। আমরা শুনেছি।’

সানবিডি/এনজে