ব্লক মার্কেটে লেনদেন ৯৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৫ ১৬:৩৬:৪৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৯৪ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ  ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৯ লাখ টাকার। চতুর্থ সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন ৫ কোটি ১ লাখ ২৫ হাজার টাকার।

এছাড়া, জেনেক্স ইনফোসিসের ৩ কোটি ৩৯ লক্ষ ৩৪ হাজার টাকার, কাট্টলী টেক্সটাইলের ২ কোটি ৩৪ লক্ষ ২১ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৯২ লক্ষ ৮৭ হাজার টাকার, সালভো কেমিক্যাল ১ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫৩ লক্ষ ৭৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্স এর ১ কোটি ৮ লক্ষ ৭৫ হাজার টাকার, মার্কেনটাইল ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮৪ লক্ষ ৪৩ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয় ৫৪ লক্ষ ৫ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৫৩ লক্ষ ৭৫ হাজার টাকার, গ্রীন দেলটা মিউচুয়াল ফান্ডের ৫৩ লক্ষ ৭ হাজার টাকার, সাইফ পাওয়ার এর ৫১ লক্ষ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৩১ লক্ষ ৬৯ হাজার টাকার, সিমটেক্সের ২৯ লক্ষ ১৮ হাজার টাকার, আরডি ফুডের ২৮ লক্ষ ৭১ হাজার টাকার, ঢাকা ডাইং এর ২৪ লক্ষ ১০ হাজার টাকার, লাফার্জহোলসিম এর ১৭ লক্ষ ৪১ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ লক্ষ ৩১ হাজার টাকার, মীর আক্তারের ১৫ লক্ষ ৬২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লক্ষ ৩০ হাজার টাকার, অ্যাডভেন্ত ফার্মার ১১ লক্ষ ৭৩ হাজার টাকার, এনার্জিপ্যাকের ১০ লক্ষ ১০ হাজার টাকার, সাইহাম কটনের ৮ লক্ষ ৫৫ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লক্ষ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ৬ লক্ষ ৯৯ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লক্ষ ৮৮ হাজার টাকার, গোল্ডেন হারভেস্টের ৬ লক্ষ ৬০ হাজার টাকার, গ্রামীণ দুই এর ৬ লক্ষ ২ হাজার টাকার, ডেল্টা লাইফের ৫ লক্ষ ১৭ হাজার টাকার, বিডিকমের ৫ লক্ষ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস