বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউটের জন্য কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১১-১৬ ১৫:২৫:১২
দেশের বিমাখাতে এক বড় পরিবর্তন আসছে। অচিরেই আন্তর্জাতিক মানের একটি ইন্সুরেন্স ইনস্টিটিউট পেতে যাচ্ছে এই খাতের স্টেকহোল্ডাররা। যার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউট।
মূলত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে ইনস্টিটিউট করা হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউটে রূপান্তরকরণে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ১০ নভেম্বর এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মোশাররফ হোসেনকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালককে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান শেখ কবির। আরও সদস্য করা হয়েছে জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে।
কমিটির কাজ
• বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে ইনস্টিটিউটে রূপান্তরিত করার প্রস্তাব যাচাই বা পর্যালোচনা।
• বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউটে রূপান্তরকরণের উপায় বা পন্থা অনুসন্ধান।
• বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে ইনস্টিটিউটে রূপান্তরিত করার প্রস্তাব যাচাই বা পর্যালোচনা।
• সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা, মতামত গ্রহণ ও তৎপ্রেক্ষিতে প্রয়োজনীয় নীতিমালা এবং বাস্তবায়ন কাঠামো সুপারিশকরণ।
• একটি সুনির্দিষ্ট প্রস্তাবনাসহ চূড়ান্ত প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর উপস্থাপন।
এএ