দর পতনের শীর্ষে রেনাটা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৬ ১৫:৪৫:৫৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৮৬ বারে ৯০ হাজার ৭৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩১ বারে ৩২ হাজার ৭৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০০ বারে ৮ লাখ ৩৩ হাজার ৬৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বেঙ্গল উইন্ডসরের ৫.৮৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.৭৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.১০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.০৯ শতাংশ, ফাইন ফুডসের ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৪.১১ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস