দুই প্রতিষ্ঠানের প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-১৬ ১৮:৪৮:৩৫


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই প্রতিষ্ঠানের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিএসইসির ৭৯৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা কোম্পানি দুইটি হলো : এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ড এবং বাংলাদেশ রেচ ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেড।

এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমেটড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করবে। বাকি ২২ কোটি ৫০ লাখ টকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডে সম্পদ ব্যবস্থাপক হিসেবে এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটে ও ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং হেফাজতকারী হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইউনিট ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমেটড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করবে। বাকি ২২ কোটি ৫০ লাখ টকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডে সম্পদ ব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের এবং ট্রাস্টি ও হেফাজতকারী হিসেবে কাজ করছে সেন্টাইনল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ