২৫ নভেম্বর থেকে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৬ ২১:২২:২০
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। ওইদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাউশি জানায়, এ বছর শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। কেবল http://gsa.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা। এই ফি কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দেওয়া যাবে।
আবেদনের পর আগামী ১৫ ডিসেম্বর শিক্ষার্থীদের ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে মাউশি।
এএ