চীনের স্বর্ণ উত্তোলন ৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৩:৫৬:১৫
বর্তমানে বিশ্বের শীর্ষ স্বর্ণ উত্তোলক দেশ চীন।মূল্যবান ধাতুটি ব্যবহারের দিক থেকেও নেতৃস্থানীয় দেশটি। গত বছর বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কারণে দেশটির স্বর্ণ উত্তোলন ৩ দশমিক ৯ শতাংশ কমে গিয়েছিল। তবে চলতি বছর পরিস্থিতি ইতিবাচকতায় মোড় নিয়েছে। ঊর্ধ্বমুখী চাহিদায় উত্তোলন ৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডেটা।
এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ডেটার প্রতিবেদনের তথ্য বলছে, গত বছর চীনে স্বর্ণ উত্তোলনের উৎস কমে যায়। স্বর্ণ ও অন্য খনিজসম্পদ উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষায় কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়। বন্ধ হয়ে যায় ক্ষুদ্র ও কম উত্তোলন সক্ষমতার খনিগুলো। মূলত এসব কারণেই ওই বছর উত্তোলন কমে গিয়েছিল। তবে চলতি বছর থেকে উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
গ্লোবাল ডেটা বলছে, ২০২১-২৫ সালের মধ্যে চীনে স্বর্ণ উত্তোলনের চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হার (সিএজিআর) ১ দশমিক ১ শতাংশ। চীন বেশ কয়েকটি স্বর্ণ উত্তোলন প্রকল্প হাতে নিয়েছে। পাঁচ বছরের মধ্যেই এসব প্রকল্প বাস্তবায়নের কথা। এসব প্রকল্পই ভবিষ্যতে চীনকে স্বর্ণ উত্তোলনে সবচেয়ে বড় সুবিধা দেবে।
সানবিডি/এনজে