দর বৃদ্ধির শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৫:৪৬:৫৪
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৯৬৩ বারে ৯ লাখ ৯৫ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৫৬ বারে ১ হাজার ৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১ বারে ৩ লাখ ৪৬ হাজার ১৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-একমি পেস্টিসাইডসের ৯.৭৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৪৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.১৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.৯৭ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস