ভুয়া সালমান খান!
প্রকাশ: ২০১৬-০২-০৪ ১৫:০৫:৪৮
প্রশ্ন হলো, সালমান খানের বয়স কত? সকলেই বলবেন ৫০৷ ক’দিন আগেই তো ধুমধাম করে সেলিব্রেশন হয়েছে৷ কিন্তু ভোটার কার্ডে যে তার বয়স লেখা ৬৪৷
এদিকে ছবি সালমনেরই৷ বাবার নাম পর্যন্ত লেখা আছে সেলিম খান৷ অথচ তিনি আসল সালমান নন৷ মজার এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে৷
সম্প্রতি হায়দরাবাদের পৌরসভা ভোটে এক ভোটদাতার পরিচয়পত্র দেখতে গিয়ে চোখ কপালে ওঠে সালমান ভক্ত অফিসারদের৷ তারা সালমান খানের ভোটার কার্ড হাতে নিয়ে দেখেন৷ ছবি সলমনেরই৷ শুধু বয়সের জায়গায় লেখা ৬৪৷ কোথা থেকে এল এই সালমনের ভুয়া ভোটার কার্ড।বিষয়টা খতিয়ে দেখার ব্যাপার! আপাতত ওই ভোটদাতাকে ভোট দেয়ার অনুমতি দেননি অফিসাররা৷
এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা৷ তাদের মতে, ভোটার কার্ড তৈরির সময় কী পরিমাণে গাফিলতি হয়, এই ঘটনাই তার প্রমাণ দেয়৷
সৈয়দ হায়দার নামে সালমানের এক ভক্ত অভিযোগ করেন, যারা সত্যি ভোটার তারা কার্ডই পাননি৷ তাদেরকে না জানিয়েই নাম তালিকা থেকে মুছে দেয়া হচ্ছে৷ এ অভিযোগ কতটা সত্যি, তা তদন্ত সাপেক্ষ৷ আপাতত সলমনের আর ভোট দেয়া হল না হায়দরাবাদে৷
সানবিডি/ঢাকা/এসএস