বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৮ ১০:২৯:৩৭


সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার সকালে টেলিফোনে সানবিডিকে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়াসহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে মহাসচিব সংবাদ সম্মেলন করবেন।

প্রধানমন্ত্রীর বুধবারের সংবাদ সম্মেলনের বিভিন্ন ইস্যুও আসতে পারে মহাসচিবের বক্তৃতায়।

সানবিডি/ এন/আই