হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৮ ১১:১৪:১১
শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে সব বাস আটকে দেওয়া হয়েছে। এসময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গলিতে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের সামনের (মিরপুর রোড) সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।
তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানবিডি/ এন/আই