ইসরাইলি বোমায় ফুল ফোটান ফিলিস্তিনি নারী
প্রকাশ: ২০১৬-০২-০৪ ১৫:২৮:৪৮
প্রতিবাদের কত রকম ভাষা জানে মানুষ! আছে করুণার কত বিচিত্র প্রকাশ। বছরের পর বছর ধরে চলা সংঘর্ষে যখন ইসরাইলি সেনাবাহিনীর ছুড়ে দেওয়া বোমার আঘাতে নিত্য অকাতরে প্রাণ হারায় ফিলিস্তিনি নর-নারী-শিশু, তখন করুণার অবতার হয়ে সেই সব বোমার খোলস সংগ্রহ করে তাতে ফুল চাষ করছেন পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনি এক দয়াময়ী নারী। তার অভূতপূর্ব প্রতিবাদ ও করুণার এই ভাষা বুঝবে কি ইসরাইলি শাসকরা?
কাঁটাতারের ওপার থেকে ছুড়ে দেওয়া বোমার খোলসে এপারে রোপিত হয়েছে ফুলের চারা। প্রতিটি ফুলের চারা যেন কোমলমতি এক একটি শিশু। সন্তানতুল্য ভালোবাসায় পরম যত্নে ফুলের ‘বোমা-টবে’ করুণার জল ঢালছেন ওই ফিলিস্তিনি জননী। ভালোবেসে না কি পাথরে ফুল ফোটানো যায়। তাই বলে বোমায়ও! শত্রুর ছোড়া বোমার খোলস-টবে ফুলের চারাগাছটির জন্য পুষ্টি যোগাচ্ছেন করুণাময়ী। সূত্র: ডেইলি মেইল