বোরবার স্পট মার্কেটে যাচ্ছে ১২ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৮ ১৩:২৮:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির শেয়ার লেনদেন বোরবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো : উসমানিয়া গ্লাস, শাশা ডেনিমস, শমরিতা হসপিটাল, ন্যাশনাল টি, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, মোজাফফর হোসাইন স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, এলআর গ্লোবাল মিউচ্যুয়ার ফান্ড ওয়ান, কনফিডেন্স সিমেন্ট এবং আরামিট সিমেন্ট।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে উসমানিয়া গ্লাসের ২১ থেকে ২১ নভেম্বর এবং শাশা ডেনিমস, শমরিতা হসপিটাল, ন্যাশনাল টি, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, মোজাফফর হোসাইন স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, এলআর গ্লোবাল মিউচ্যুয়ার ফান্ড ওয়ান, কনফিডেন্স সিমেন্ট এবং আরামিট সিমেন্টের শেয়ার লেনদেন ২১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।

স্পট মার্কেটে লেনদেন শেষে কোম্পানিগুলোর মধ্যে উসমানিয়া গ্লাসের ২৪ নভেম্বর আর শাশা ডেনিমস, শমরিতা হসপিটাল, ন্যাশনাল টি, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, মোজাফফর হোসাইন স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, এলআর গ্লোবাল মিউচ্যুয়ার ফান্ড ওয়ান, কনফিডেন্স সিমেন্ট ও আরামিট সিমেন্টের শেয়ার লেনদেন ২৩ নভেম্বর বন্ধ থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস