বিদেশি ছাত্র প্রবেশে নিষেধাজ্ঞা তুললো জাপান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৮ ১৪:২৫:৪৩


দীর্ঘ ১৮ মাস পর বুধবার বিদেশি ছাত্রদের ওপর থেকে জাপান প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিল দেশটির কর্তৃপক্ষ।

মহামারি করোনার সংক্রমণ বিস্তার রোধে  বিদেশি শিক্ষার্থীদের জাপানে আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর জাপান টাইমসের।

এর আগে করোনার কারণে গত জুন মাসে বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা ১৭ সেপ্টেম্বর প্রত্যাহার করে নেয় জাপান সরকার।

দেশ ছয়টি হলো— আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা। এই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন এবং এমনকি জাপানে বসবাসের বৈধ স্ট্যাটাসও রয়েছে; তাদেরও জাপানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল গত জুনে।

বর্তমানের ভিসার শেষ হয়ে গেলেও ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া বিদেশি ছাত্রদের জাপানে আসার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

সানবিডি/এনজে