কাশ্মীরে ৫ ‘বিচারবহির্ভূত হত্যার’ কড়া নিন্দা পাকিস্তানের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৮ ১৭:০৯:৪৪
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ৫ ব্যাক্তিকে ‘বিচারবহির্ভূতভাবে হত্যার’ কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি ভারত অবৈধভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরে (আইআইওজেকে) এই হত্যাকান্ড ঘটিয়েছে। জবাবে আজ বৃহস্পতিবার ‘নয়া দিল্লির রাষ্ট্রীয় সন্ত্রাসের’ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এই খবরে বলা হয়, বুধবার জম্মু-কাশ্মীরে সন্দেহভাজন ৫ যোদ্ধাকে হত্যা করে ভারত। দিনের শুরুতে নিরাপত্তা রক্ষাকারীরা দুই ব্যক্তিকে হত্যা করে। তাদের মৃতদেহ ফেরত দেয়ার দাবি জানান আত্মীয়রা। এ সময় ওই ঘটনা ঘটানো হয়।
এ বছর এখন পর্যন্ত কাশ্মীরি যোদ্ধা ও ভারত সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছেন।
পুলিশ ধারাবাহিক টুইটে বলেছে, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ভারত সরকারের বাহিনীর আলাদা দুটি তল্লাশি অভিযানকালে হত্যা করা হয়েছে ওই ৫ ব্যক্তিকে । এ নিয়ে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসীম ইফতিখার বলেছেন, ১লা অক্টোবর থেকে কাশ্মীরে ভুয়া এনকাউন্টার, তথাকথিত ঘেরাও অভিযান ও তল্লাশি অভিযানের নামে ভারতের দখলদার বাহিনী কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে।
সানবিডি/এনজে