এসআই নিয়োগ পরীক্ষা ৪-১৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৯ ১২:০৬:০৭


পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিরস্ত্র পদে নিয়োগের জন্য শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ৪ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।

এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান জানান, এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৩ থেকে ৫ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে যে কোনো তথ্য www.police.gov.bd-তে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন কোন ধরনের পরিবর্তন হলে তাও পরবর্তীতে জানানো হবে।

এএ